ডেস্ক রিপোর্ট: ছুটছে মূল্যস্ফীতির পারদ। সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে বেড়েছে অর্থনীতির এই সূচক। সার্বিক মূল্যস্ফীতি এখন ১০ দশমিক ৮৭ শতাংশ। আগের মাসে যা ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। আর লাফিয়ে বাড়ছে খাদ্য মূল্যস্ফীতির হার। গেল মাসের তুলনায় ২ শতাংশ বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মূল্যস্ফীতির রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রতিবেদন অনুযায়ী, গেল কয়েক মাসের মধ্যে এতো বেশি সার্বিক মূল্যস্ফীতি দেখা যায়নি। বিগত মাসগুলোতে ১০ শতাংশের নিচেই ছিল। আবার খাদ্য মূল্যস্ফীতি গেল সেপ্টেম্বরে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। অক্টোবরে তার থেকে বেড়েছে ২ শতাংশের বেশি। অক্টোবরে খাদ্য বর্হিভূত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ।
অর্থাৎ একজন মানুষকে খাদ্য কিনতে প্রকৃত দামের চেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে প্রায় ১১ শতাংশ অর্থ। এদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। কিন্তু সুফল মিলছে না। এতে কষ্টে আছে বড় সংখ্যাক স্বল্প আয়ের মানুষ।