ঢাকা | বঙ্গাব্দ

চিকিৎসকের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশে সাংবাদিককে কুপিয়ে জখম

শরীয়তপুরের ক্লিনিক ব্যবসায়ীর নেতৃত্বে এই হামলায় গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক সমকাল পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি। একই হামলার ঘটনায় এছাড়া অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
  • আপলোড তারিখঃ 03-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 44545 জন
চিকিৎসকের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশে সাংবাদিককে কুপিয়ে জখম - ছবি: সংগৃহীত
ad728

এমডি আল মাসুম খান: শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্মরত  চিকিৎসকের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল, নিউজ২৪, বাংলা টিভি ও দেশ টিভির প্রতিনিধিদের ওপর মারাত্মক প্রাণঘাতী হামলা চালিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা। পূর্বপরিকল্পিত হামলার ঘটনায় সমকাল পত্রিকার এই প্রতিনিধির শরীরের বিভিন্ন অংশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। 


আজ সোমবার দুপুর ১টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। 


শরীয়তপুরের ক্লিনিক ব্যবসায়ীর নেতৃত্বে এই হামলায় গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক সমকাল পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি। একই হামলার ঘটনায় এছাড়া অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


পুলিশ ও স্থানীয়রা মধ্যমকে জানান গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস চিকিৎসা সেবা নিতে আসা এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন জেলার অধিকাংশ গণমাধ্যম কর্মীরা। 


উল্লেখ্য, নুরুজ্জামান শেখ নামে এক ক্লিনিক ব্যবসায়ী সাংবাদিক পরিচয়ে ওই চিকিৎসকের পক্ষ নিয়ে নিবন্ধন বিহীন একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেন। এ নিয়ে ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামানের সঙ্গে সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজন সাংবাদিকের বাকবিতণ্ডা হয়। সে ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দানকারী নুরুজ্জামান শেখ, তাঁর ভাই শামীম শেখসহ ১০/১২ জন মিলে ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর হামলা চালান। এসময় তাকে বাঁচাতে এলে নিউজ২৪ প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপরেও হামলা চালান তারা।


পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় সমকালের প্রতিনিধি সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অন্য তিন সাংবাদিকেরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 


গুরুতর আহত সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন গণমাধ্যমকে বলেন, সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিলেন ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। আজ অফিসে যাচ্ছিলাম। আগে থেকে ওৎ পেতে থাকা নুরুজ্জামান শেখ ও তার সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা চালায়। আমি এই সন্ত্রাসী হামলার বিচার দাবি করছি। 


শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, সাংবাদিকদের ওপর হামলা ঘটনা শুনে হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



notebook

চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিল সহ আটক ১