ঢাকা | বঙ্গাব্দ

সীমান্ত থেকে তিন কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ভারত ও বাংলাদেশের চোরাকারবারী কর্তৃক বিভিন্ন ধরনের মালামালের শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত হইতে বাংলাদেশে পাচার করার সময়ে জব্দ করা হয়। উল্লেখ ভারতীয় দ্রব্য সামগ্রীর শুল্ক ও ফাঁকি দেয়ার উদ্দেশ্যে চোরাচালানের কারণে বাংলাদেশের শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ রাজস্ব হারাচ্ছে।
  • আপলোড তারিখঃ 04-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 82950 জন
সীমান্ত থেকে তিন কোটি টাকার ভারতীয় পণ্য আটক - ছবি: সংগৃহীত
ad728

এমডি আল মাসুম খান: বিজিবি খুলনা সেক্টরের যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ৩০ দিনে বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক দুই কোটি ৯৪ লাখ ৯০ হাজার ৫৫৬ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৪৯ বিজিবির যশোরের উপ-অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি আরও জানান, ভারত ও বাংলাদেশের চোরাকারবারী কর্তৃক বিভিন্ন ধরনের মালামালের শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত হইতে বাংলাদেশে পাচার করার সময়ে জব্দ করা হয়। উল্লেখ ভারতীয় দ্রব্য সামগ্রীর শুল্ক ও ফাঁকি দেয়ার উদ্দেশ্যে চোরাচালানের কারণে বাংলাদেশের শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ রাজস্ব হারাচ্ছে। 


খুলনা সেক্টরের যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গণমাধ্যমকে জানান, বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ দিনে বিজিবির বিশেষ টহল টিম যশোরের আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, শাহজাদপুর, কাশিপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ৫৫৬ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক, ঔষধ, মলম, কিটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। 


তিনি আরো জানান আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে হাউসে জমা দেওয়া হয়েছে।



সর্বশেষ সংবাদ
notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল