ঢাকা | বঙ্গাব্দ

কোন ঘোষণা ছাড়াই অবসরে যাবেন রোনালদো

রোনালদো বলেছেন, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা যদি বলেন, সেটা এক দিন আসবেই। হয়তো আরও এক-দুই বছর পরে। আমি জানি না
  • আপলোড তারিখঃ 17-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 88240 জন
কোন ঘোষণা ছাড়াই অবসরে যাবেন রোনালদো - ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ad728

ডেস্ক রিপোর্ট: পোল্যান্ডের বিপক্ষে শুক্রবার রাতে দুটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি পেনাল্টি থেকে। অন্যটি অসাধারণ বাইসাইকেল কিকে। নেশনস লিগের ম্যাচে এমন পারফরম্যান্সের পর অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন ৩৯ বছরের পর্তুগিজ তারকা।


ম্যাচের পর রোনালদো বলেছেন, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা যদি বলেন, সেটা এক দিন আসবেই। হয়তো আরও এক-দুই বছর পরে। আমি জানি না। দ্রুত আমার বয়স ৪০ হবে। তাই এখন সময়টা উপভোগ করতে চাই। যতদিন তাগিদ থাকবে, ততদিন খেলব। যেদিন কোনো অনুপ্রেরণা থাকবে না, সেদিন অবসর নেব।’


তিনি আরও বলেন, ‘জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেব অনেক ভেবেচিন্তে। আগে থেকে কোনো ঘোষণা করব না। হঠাৎ করেই সিদ্ধান্ত হবে।’


কোচিংয়ে আসার ইচ্ছা তার নেই জানিয়ে পর্তুগালের অধিনায়ক বলেন, ‘নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না। আমার এ রকম কোনো পরিকল্পনা নেই। ফুটবলের বাইরে কোনো কিছুতে নিজের ভবিষ্যৎ খুঁজে নেব। সময়ই বলে দেবে আমি কী করব।’



সর্বশেষ সংবাদ
notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল