ঢাকা | বঙ্গাব্দ

জাবির শিক্ষক ও শিক্ষার্থী সংস্কার কমিশনের সদস্য; উপাচার্যের অভিনন্দন

অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আমি আনন্দিত।
  • আপলোড তারিখঃ 19-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 55062 জন
জাবির শিক্ষক ও শিক্ষার্থী সংস্কার কমিশনের সদস্য; উপাচার্যের অভিনন্দন - ছবি: সংগৃহীত
ad728

জাবি প্রতিনিধি:  অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কমিশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থী সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ড. মোহাম্মদ তারিকুল ইসলাম ‘স্থানীয় সরকার সংস্কার কমিশনে সদস্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম এবং গণমাধ্যম সংস্কার কমিশনে সদস্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। 


অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আমি আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মো. আবদুল্লাহ আল মামুন তাঁদের স্ব স্ব ক্ষেত্রে জ্ঞান, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে সংস্কার কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। উপাচার্য আশা প্রকাশ করেন, সংস্কার কমিশনে তাঁদের ভূমিকা বৈষম্যমুক্ত, ন্যায়-নীতি এবং জনসাধারণের বহুল প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মো. আবদুল্লাহ আল মামুনের সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করেন।