ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘের সংস্থায় ইসরায়েলের নিষেধাজ্ঞা

নতুন আইনের কারণে ইসরায়েলের ভেতরে ইউএনআরডব্লিউএ কর্মীদের আর আইনি দায়মুক্তি থাকবে না এবং পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদরদপ্তর বন্ধ হয়ে যাবে।
  • আপলোড তারিখঃ 29-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4854 জন
জাতিসংঘের সংস্থায় ইসরায়েলের নিষেধাজ্ঞা - ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ
ad728

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও তাদের অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম তিন মাসের মধ্যে নিষিদ্ধ করে ইসরায়েলি পার্লামেন্ট বিল পাস করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


খবরে বলা হয়েছে, এর ফলে ইউএনআরডব্লিউএ কর্মীদের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের যোগাযোগও নিষিদ্ধ হবে। এতে জাতিসংঘ সংস্থাটির কার্যক্রম গাজা ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে মারাত্মকভাবে ব্যাহত হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে গাজার সব সীমান্ত নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে ইউএনআরডব্লিউএ’র সহযোগিতা অপরিহার্য। সেখানকার ভূমিতে কাজ করা জাতিসংঘের প্রধান সংস্থা এটিই।


তবে নতুন আইনের কারণে ইসরায়েলের ভেতরে ইউএনআরডব্লিউএ কর্মীদের আর আইনি দায়মুক্তি থাকবে না এবং পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদরদপ্তর বন্ধ হয়ে যাবে। এনিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই আইনগুলো বাস্তবায়ন হলে তা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসন এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে। ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, এই আইনগুলোর কারণে ফিলিস্তিনিদের ভোগান্তিকে আরও বাড়িয়ে দেবে। ইসরায়েলের নতুন পদক্ষেপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।



সর্বশেষ সংবাদ