ডেস্ক রিপোর্ট: বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট লাঘবে রেলপথ ও সড়কপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি তিতুমীর কলেজের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে। বর্তমানে শিক্ষার্থীরা তিতুমীর ক্যাম্পাসের মুল ফটকের সামনে অবস্থান নিয়েছে এবং রাস্তা অবরোধ করেছে।
তথ্য: কালবেলা