ঢাকা | বঙ্গাব্দ

‘দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত’

ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের চারটি অধিকার নিশ্চিত করতে হবে। তাদের জীবন, সম্পদ, ইজ্জত ও রিজিক। এগুলো নিশ্চিত করাই রাজনীতিবিদদের কাজ। এসব অধিকার আমরা হরণ করতে দেব না।
  • আপলোড তারিখঃ 20-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 93691 জন
‘দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত’ - ছবি: খবর দিনরাত
ad728

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দেখিয়ে গিয়েছেন- কীভাবে সততা ও স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তাদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। অচিরেই এসব হত্যাকাণ্ডের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ।


তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের দায়িত্ব পেলে মালিক হবে না, সেবক হিসেবে কাজ করবে।


শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের সম্মেলনে তিনি এসব কথা বলেন।


সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রফেসর এটিএম মাহবুব ই এলাহী তাওহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান ব্যারিস্টার নাজিব মোমেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহীদ সফওয়ান আখতার সদ্যের পিতা কৃষিবিদ ডা. মো. আক্তারুজ্জামান লিটন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. মিজানুর রহমান।


ডা. শফিকুর রহমান বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য মেধাবীদের কাজে লাগাতে হবে। দলীয় ক্যাডার নিয়োগ না দিয়ে মেধাবীদের নিয়োগ দিতে হবে। যে সব মেধাবী বিদেশে আছে তাদের দেশে এনে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।


তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হলে ঈমানদাররা বসে থাকবে না। যাদের ঈমান আছে তারাই যোদ্ধা। এ দেশের সব যোদ্ধা সব ফ্রন্টেই যুদ্ধ করবে, ইনশাআল্লাহ।


ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের চারটি অধিকার নিশ্চিত করতে হবে। তাদের জীবন, সম্পদ, ইজ্জত ও রিজিক। এগুলো নিশ্চিত করাই রাজনীতিবিদদের কাজ। এসব অধিকার আমরা হরণ করতে দেব না।


তথ্য: কালবেলা



সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিল সহ আটক ১