ঢাকা | বঙ্গাব্দ

সন্ত্রাসী সংগঠন ইসকনকে চিরতরে নিষিদ্ধের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এদেশ থেকে সন্ত্রাসী সংগঠন ইসকনকে চিরতরে নিষিদ্ধের পাশাপাশি শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।
  • আপলোড তারিখঃ 27-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 48959 জন
সন্ত্রাসী সংগঠন ইসকনকে চিরতরে নিষিদ্ধের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন - ছবি: খবর দিনরাত
ad728

নিজস্ব প্রতিবেদক: উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করার দাবিতে আশুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২৭ নভেম্বর) বিকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (সাভার উপজেলা) এর আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়।


মানববন্ধনে বক্তারা অবিলম্বে এদেশ থেকে সন্ত্রাসী সংগঠন ইসকনকে চিরতরে নিষিদ্ধের পাশাপাশি শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।


মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলা শাখার তুহিন,  মনির, ফাহাদ, তামিম আজাহার, রোমান,  ইমন, মীম,  রাকিব প্রমুখসহ আরও অনেকে উপস্থিত ছিল।