ঢাকা | বঙ্গাব্দ

চতুর্থবারের মতো জিতলেন ফিলিস্তিনি মার্কিন রাশিদা তায়েব

গাজায় ইসরাইলের চলমান হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন রাশিদা।
  • আপলোড তারিখঃ 06-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7841 জন
চতুর্থবারের মতো জিতলেন ফিলিস্তিনি মার্কিন রাশিদা তায়েব - ছবি: সংগ্রহ
ad728

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন দেশটির সংসদের একমাত্র ফিলিস্তিনি মার্কিন সদস্য রাশিদা তায়েব। মিশিগান রাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট ডিয়ারবর্ন থেকে নির্বাচিত হয়েছেন তিনি।


মঙ্গলবারের (৫ নভেম্বরে) নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ভরাডুবি হয়েছে। তবে ডেমোক্রেটিক পার্টির সদস্য হয়েও জয় পেয়েছেন রাশিদা। তিনি যে ডিসট্রিক্ট থেকে জিতেছেন, সেখানে আরব মার্কিন জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধের কট্টর সমালোচক রাশিদা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী মনোনীত হন। নির্বাচনে তিনি রিপাবলিকান জেমস হুপারকে হারিয়ে দিয়েছেন।


গাজায় ইসরাইলের চলমান হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন রাশিদা। তিনি বলেন, তার সমালোচনা ছিল ইসরাইলের সরকার ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে। সেই সঙ্গে তিনি অঙ্গীকার করেন, ইসরাইলি আগ্রাসন নিয়ে তিনি চুপ থাকবেন না। নির্বাচনে দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখবেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের ফলাফল বলছে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।