ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় ১৫ মামলার আসামিসহ চারজন আটক

মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আটককৃত সন্ত্রাসী জিতু, উজ্জল শেখ, ও জাহাঙ্গীর। খুলনার চারজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম।
  • আপলোড তারিখঃ 04-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 77749 জন
খুলনায় ১৫ মামলার আসামিসহ চারজন আটক - ছবি: সংগৃহীত
ad728

এমডি আল মাসুম খান: খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে নগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম খুলনা মহানগরীর শীর্ষ চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা, চাঁদাবাজি সহ ১৫ মামলার আসামি সহ চারজন কে খুলনা মহানগরীর সংগীতা সিনেমা হলের সামনে থেকে আটক করে। 


মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আটককৃত সন্ত্রাসী জিতু, উজ্জল শেখ, ও জাহাঙ্গীর। খুলনার চারজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম। 


তিনি গণমাধ্যমকে আরো জানান আমরা আজকে সকালে আটক এই চারজন শীর্ষ সন্ত্রাসী কে গ্রেফতারের জন্য দীর্ঘদিন খুঁজছিলাম। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারলাম আজ সকালে এই সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে নগরী সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান করছে। এমন সংবাদে আমরা নগর গোয়েন্দা পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করি। আটক শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে জিতুর নামে খুলনার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, নারী নির্যাতন সহ ১৫ টি মামলা রয়েছে, অপর তিন সন্ত্রাসীদের মধ্যে উজ্জল শেখের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানা মামলা রয়েছে, শাওন ও জাহাঙ্গীরের বিরুদ্ধে মহানগরীর একাধিক থানায় মামলা রয়েছে। 


তিনি আরো জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আজ উর্দ্ধতন কর্মকর্তারা খুলনার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আটক চারজন শীর্ষ সন্ত্রাসী বিষয়ে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন।