ঢাকা | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রোববার (২৬'ই জানুয়ারি) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা, তৃতীয় পর্বে নবীনদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং চতুর্থ বা শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 27-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 134538 জন
জাবিতে নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - ছবি: খবর দিনরাত
ad728

আমানউল্লাহ খান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন 'নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ সমিতি'র উদ্যোগে নবীন ব্যাচের (৫৩ তম আবর্তন) শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের (৪৭তম আবর্তন) বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।


রোববার (২৬'ই জানুয়ারি) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা, তৃতীয় পর্বে নবীনদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং চতুর্থ বা শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক শামীমা সুলতানা লাকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীনদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং যেকোনো সমস্যায় তাঁদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। শেকড়ের প্রতি বন্ধনের সম্পর্ক গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এসময় তিনি নেত্রকোনার আঞ্চলিক ভাষায় বিভিন্ন বক্তব্য তুলে ধরেন যা সবাইকে হাস্যরসের পাশাপাশি নিজেদের আঞ্চলিক ভাষার মহত্ত্ব প্রকাশ করে। আঞ্চলিকতায় মানসিক শান্তি বিরাজ করে বলেও তিনি উল্লেখ করেন। 


এছাড়াও তিনি জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে একটি বৃত্তিমূলক ফাউন্ডেশন গড়ে তোলার আহ্বান জানান। যার মাধ্যমে নেত্রকোনা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা গরিব-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। তিনি এতে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন। 


নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী নাহিদ হাসান মিশরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জহিরুল ইসলাম ইকবাল, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসান ও বিশেষ নাট্যব্যক্তিত্ব অনিক কুমার সাহা।


অতিথিরা সবাই এখানকার সাবেক শিক্ষার্থী হওয়ায় বক্তব্যে তাঁদের স্মৃতিচারণ, বিভিন্ন দিকনির্দেশনা ও নেত্রকোনার বন্ধন দৃঢ় করার ব্যক্তয় প্রকাশ করতে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কর্মরত নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করে। 


অনুষ্ঠানের শেষ পর্বে ৫০ তম আবর্তনের শিক্ষার্থী শর্মী ও ৫২ তম আবর্তনের শিক্ষার্থী গাজী মাহির সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে গান, নাচ, কবিতা আবৃত্তি ও নেত্রকোনার স্থানীয় সংস্কৃতির অনেক কিছু তুলে ধরা হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম আবর্তন থেকে ৫৩ তম আবর্তনের শিক্ষার্থীরা।


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী এমরান আহমেদ। উনার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। 





notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল