ঢাকা | বঙ্গাব্দ

জাবিতে ভর্তিচ্ছুদের পাশে 'মাদারীপুর জেলা ছাত্র সংসদ'

সরেজমিনে দেখা যায়, মাদারীপুর জেলা ছাত্র সংসদ ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা, পরীক্ষার্থীদের কেন্দ্রে দিয়ে আসার ব্যবস্থা করেছেন।
  • আপলোড তারিখঃ 10-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 91662 জন
জাবিতে ভর্তিচ্ছুদের পাশে 'মাদারীপুর জেলা ছাত্র সংসদ' - ছবি: খবর দিনরাত
ad728

আমানউল্লাহ খান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্ৰ স্থাপন ও আবাসনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে মাদারীপুর জেলা ছাত্র সংসদ৷ 


সরেজমিনে দেখা যায়, মাদারীপুর জেলা ছাত্র সংসদ ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা, পরীক্ষার্থীদের কেন্দ্রে দিয়ে আসার ব্যবস্থা করেছেন।


মাদারীপুর থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা হোসেন আল মামুন বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমার পরিচিত কেউ না থাকায়  আবাসনসহ নানা সংকটে পড়েছিলাম। একদিকে পরীক্ষার চাপ অন্যদিকে মনোবল হারাচ্ছিলাম। পরে এক ভাইয়ের পরামর্শে মাদারীপুর জেলা ছাত্র সংসদের সাথে যোগাযোগ করি৷ সার্বিক বিষয়ে তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন।


এ বিষয়ে মাদারীপুর জেলা ছাত্র সংসদের সভাপতি আমিনুর রহমান শাওন বলেন, মাদারীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য আমরা তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছি। আবাসন ব্যবস্থা নিশ্চিতসহ সার্বিক বিষয়ে আমরা ভর্তিচ্ছুদের পাশে আছি।


সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খান বলেন, মাদারীপুর জেলা থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা আমদের এই প্রচেষ্টা। ভর্তিচ্ছুদের পরীক্ষার কেন্দ্র খুজতে সহায়তা করা, সহায়তকেন্দ্রে প্রয়োজনীয় জিনিসপত্র রাখাসহ ঠান্ডা পরিবেশে বসার ব্যবস্থা করেছি। এটা ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে।




notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল