ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার

গত সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম কমায় সরকার। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমানো হয়েছিল।
  • আপলোড তারিখঃ 01-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 69738 জন
দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার - ছবি: সংগ্রহ
ad728

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন এই দর  শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হবে। এদিকে, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছে।


এর আগে গত সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম কমায় সরকার। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমানো হয়েছিল। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা ৫০ পয়সা, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে ১২৫ টাকা দাড়িয়েছিল।


 



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল