ঢাকা | বঙ্গাব্দ

জাবিতে ঢাকা জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে অক্ষর-রাজিব

ঢাকা জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত সাধারণ সম্পাদক বলেন, “আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করি। প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনকে সহজ করা, নিজ জেলার শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে এই প্ল্যাটফর্মটি।
  • আপলোড তারিখঃ 07-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 81121 জন
জাবিতে ঢাকা জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে অক্ষর-রাজিব - ছবি: খবর দিনরাত
ad728

আমানুল্লাহ খান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঢাকা জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।  এতে জাবির পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ইফরাত আমিন অক্ষরকে সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের রাজিব হোসেন অপি কে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী।


গত বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা জেলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুস সালাম নবগঠিত জেলা সমিতির উদ্ভোধন ঘোষণা করেন।


ঢাকা জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত সাধারণ সম্পাদক  বলেন, “আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করি। প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনকে সহজ করা, নিজ জেলার শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে এই প্ল্যাটফর্মটি। আগামী সপ্তাহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এসময় বরাবরের মত আগত শিক্ষার্থী ও অভিবাবকদের ভর্তি তথ্য সহায়তার জন্য বুথ স্থাপন করা হবে।” ইতিবাচকভাবে ঢাকা জেলাকে জাহাঙ্গীরনগর তথা সারাদেশে তুলে ধরার ব্যাপারে সচেষ্ট ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি ইফরাত আমিন অক্ষর বলেন, ঢাকা জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে এই দায়িত্ব আমার জন্য এক বড় চ্যালেঞ্জ। এই স্বীকৃতি আমাকে আরো দায়িত্বশীল এবং প্রতিটি ভালো কাজের অনুপ্রেরণা ও মন্দ কাজের জবাবদিহিতা প্রদান করবে।আমি জেলা সমিতির সকল সদস্যকে নিয়ে খুব গর্ববোধ করতে পারবো তখনই, যখন জেলার হয়ে নতুন ও অগ্রগামী কাজ করতে পারবো। ঢাকা জেলার সাধারণ শিক্ষার্থীদের পাশে বিপদে আপদে থাকতে পারলে এবং জেলার প্রতিটি শিক্ষার্থীদের পারস্পারিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতায় এই সংগঠনটি যেনো জাহাঙ্গীরনগরের এক নতুন প্রাণের অস্তিত্বের সঞ্চার ঘটে।


উল্লেখ্য যে, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাবি শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন গঠিত এবং তার কর্মী দ্বারা পরিচালিত পূর্ববর্তী ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতিকে গত ডিসেম্বর মাসে বিলুপ্ত ও তার সদস্যদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে ঢাকা জেলার শিক্ষার্থীরা।



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল