ঢাকা | বঙ্গাব্দ

যশোরে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিবের পদ স্থগিত

কেন্দ্রীয় কমিটির প্রেরিত চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ড নজরে আসে। যার পরিপ্রেক্ষিতে জেলা সদস্য সচিব জেসিনার পদটি সাময়িক ভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির সামনে জেসিনাকে সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
  • আপলোড তারিখঃ 05-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 55597 জন
যশোরে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিবের পদ স্থগিত - ছবি: সংগৃহীত
ad728

এমডি আল মাসুম খান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়েছে। গতকাল রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক চিঠিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা আহ্বায়ক রাশেদ খান।


কেন্দ্রীয় কমিটির প্রেরিত চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ড নজরে আসে। যার পরিপ্রেক্ষিতে জেলা সদস্য সচিব জেসিনার পদটি সাময়িক ভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির সামনে জেসিনাকে সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। 


তদন্ত কমিটির ৩ সদস্য হলেন আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসাইন রাজ। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা। 


নাম প্রকাশ না করার শর্তে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেতা গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, সর্বশেষ জেসিনার বিরুদ্ধে ঝিকরগাছা উপজেলা কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে যশোর জেলার ৫৮ জন নেতার সই করা একটি লিখিত অভিযোগ পাঠানো হয় কেন্দ্রীয় কমিটিতে। এ অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যশোরে তদন্ত আসেন দুই কেন্দ্রীয় নেতা। 


এদিকে পদ স্থগিত হওয়া সদস্য সচিব জেসিনা গণমাধ্যমের সাংবাদিকদের জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। যেহেতু কেন্দ্রীয় কমিটি তাকে হাজির হওয়ার জন্য বলেছে তিনি সেখানে জবাব দেবেন। 


উল্লেখ্য গত ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনাকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০১ সদস্যের যশোর জেলা কমিটি অনুমোদন দেয়। যশোর জেলা কমিটিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসনসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক সপ্তাহের মধ্যে ৯ নেতা পদত্যাগ করেন।