ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনচেতা : পারভেজ মল্লিক

পারভেজ মল্লিক বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সবসময় বলেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো শত্রু নেই, আমরা সমতার ভিত্তিতে রাজনীতি করি। কিন্তু কোনো দেশের চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা মেনে নেবো না। কারণ আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, বিএনপি সবসময় স্বাধীনচেতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আস্থাশীল।
  • আপলোড তারিখঃ 28-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 126690 জন
বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনচেতা : পারভেজ মল্লিক - ছবি: খবর দিনরাত
ad728


মো: আল মামুন খান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনচেতা এমন মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলাল চেয়ারম্যান এর কবর জিয়ারত শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি।


এসময় পারভেজ মল্লিক বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সবসময় বলেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো শত্রু নেই, আমরা সমতার ভিত্তিতে রাজনীতি করি। কিন্তু কোনো দেশের চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা মেনে নেবো না। কারণ আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, বিএনপি সবসময় স্বাধীনচেতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আস্থাশীল। বিগত হাসিনার ফ্যাসিস্ট সরকার ছিল ভারতের একটা তাবেদারী সরকার। তাই ভারত যা বলতো তারা সেটাই শুনতো। এজন্য বর্তমান পরিস্থিতিতে ভারত স্বভাবতই খুশি হওয়ার কথা না। বর্তমানে দেশের মানুষ দেশপ্রেমিক সরকার চায়, তাই সাধারণ মানুষ যত বেশী দেশপ্রেম দেখাবে ভারত তত নাখোশ হবে, আর ভারতীয় মিডিয়ায় তত বেশী আমাদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াবে।


বিগত আওয়ামী লীগের দোসরদের বিএনপির কেউ কেউ পুনর্বাসনের চেষ্টা করছে সাংবাদিকদের এমন প্রশ্নে পারভেজ মল্লিক জানান, এই যে পুনর্বাসনের কথা বলছেন এটা আমাদের দলের কোনো সিদ্ধান্ত না। কেউ যদি করে থাকে সেটা তার ব্যক্তিগত পর্যায় থেকে করতে পারে। এক্ষেত্রে আমাদের নেতা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করেছেন। আপনারা জানেন অন্য কোনো সংগঠন থেকে বিএনপিতে যোগদানের কোনো অপশনই রাখা হয় নাই। ৫ আগস্টের পর বিএনপিতে কোনো ভাড়াটিয়া লোকের দরকার নাই। আমাদের নিজেদেরই প্রচুর লোক আছে।


সারা বিশ্বে যত বাংলাদেশী রয়েছেন তারা সকলেই দেশের রাজনীতি সম্পর্কে সবসময়ই ওয়াকিবহাল ও সচেতন ছিলেন উল্লেখ করে যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, যারা বাংলাদেশে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন আমাদের থেকে তাদের অবদান সব থেকে বেশী। আমরা তো নিরাপদে থেকে আন্দোলন করেছি; কিন্তু আমরা সক্রিয় থেকেছি। আমরা বাইরে থেকে কাজ করেছি এইকারণে যে অন্তত আমাদের ভাই-ব্রাদার সহযোদ্ধা যারা গুম-খুনের ভীতি উপেক্ষা করে মামলা-হামলার ভয় উপেক্ষা করে রাজপথে থেকেছে, মানবেতর জীবনযাপন করেছে, তারপরও তারা রাজপথে থেকে দেশের জন্য দলের জন্য কাজ করেছে। এখন বিদেশে থেকে আমরাও যদি আন্দোলন-সংগ্রামে সংগঠিত হই তাহলে তারা অন্তত উৎসাহ পাবে।


মরহুম মাহমুদুল হাসান আলাল চেয়ারম্যান এর স্মৃতি রোমন্থন করে এসময় ভারাক্রান্ত হৃদয়ে পারভেজ মল্লিক জানান, বিগত ফ্যাসিস্ট  সরকার বাংলাদেশের জনগণের উপরে যেভাবে জগদ্দল পাথরের মত চেপে ছিল, মানুষের বাক-স্বাধীনতা কিছুই ছিল না, সেসময় আলাল চেয়ারম্যানকে আমি শুধু একটা কথাই বলতাম যে, আগে নিজের জীবনটা রক্ষা করতে হবে। কিন্তু দল এবং দেশের জন্য তিনি কাজ করতে পিছপা হতেন না।  রাজনীতিতে একজনের বিকল্প আরেকজন হতে পারেন না। আর আলালের বিয়োগটা হঠাৎ করে। তবে এই পরিবার জনগনের সাথে আছে তাই জনগণের ভালোবাসা পেলে আবার তারা আলালের মতো সামনে চলে আসবে।


এর আগে, পারভেজ মল্লিক বিরুলিয়ার আক্রানে মরহুম আলাল চেয়ারম্যান এর বাসভবনে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আলাল চেয়ারম্যান এর ছোট ভাই বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, সাভার উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, এবং সাভার উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক  আনোয়ার হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ।  এসময় মরহুম আলাল চেয়ারম্যানের পরিবারের সদস্যদের সাথে পারভেজ মল্লিকের দীর্ঘবছর পরে সাক্ষাৎ হলে এক আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়।


পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মরহুম আলাল চেয়ারম্যান এর রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন পারভেজ মল্লিক। প্রয়াত এই নেতার কবরে তিনি পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদনকল্পে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।


প্রসঙ্গত, ২০২০ এর ২৯ মে সাভার উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান আলাল ব্রেইণ স্ট্রোকে মারা যান। তাকে আক্রানের বাসভবনের ভিতর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল