ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হলকে হারিয়ে সেমিফাইনালে শহীদ রফিক-জব্বার হল

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে। খেলোয়াড়রা একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কেউই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
  • আপলোড তারিখঃ 10-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 42810 জন
বঙ্গবন্ধু হলকে হারিয়ে সেমিফাইনালে শহীদ রফিক-জব্বার হল - ছবি: খবর দিনরাত
ad728

আমানুল্লাহ খান,  জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চ্যান্সেলর কাপ ফুটবল টুর্নামেন্টে আজ উত্তেজনাপূর্ণ ম্যাচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে ৫-৪ গোলে (টাইব্রেকারে) পরাজিত করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে শহীদ রফিক-জব্বার হল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।


ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে। খেলোয়াড়রা একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কেউই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।


দ্বিতীয়ার্ধেও খেলায় আক্রমণাত্মক ধারা অব্যাহত থাকে। দুই দলই মরিয়া হয়ে গোলের জন্য চেষ্টা চালায়। তবে নির্ধারিত সময়েও কোনো গোল না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।


টাইব্রেকারে উভয় দলের গোলরক্ষকরা অসাধারণ দক্ষতা দেখান। শহীদ রফিক-জব্বার হলের খেলোয়াড়রা নির্ভুলভাবে ৫টি গোল করেন। অন্যদিকে, বঙ্গবন্ধু হলের একজন খেলোয়াড় গোল করতে ব্যর্থ হন। ফলে শহীদ রফিক-জব্বার হল ৫-৪ ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে উঠে যায়।


এ জয়ে শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ, খেলোয়াড় ও সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।


দলের ক্যাপ্টেন আসাদুজ্জামান নূর বলেন, "আজকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের খেলোয়াড়রা মাঠে তাদের সেরাটা দিয়েছে এবং তাদের কঠোর পরিশ্রমের ফল আজ আমরা পেয়েছি। এই জয় আমাদের সেমিফাইনালের জন্য আত্মবিশ্বাস যোগাবে।"