এমডি আল মাসুম খান: ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজ শেষে নিউ মার্কেট বাইতুন নূর জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড় চত্বরে গিয়ে সমাবেশের মশ্যদিয়ে শেষ হয়।
গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনা করেন খুলনা মহানগর সেক্রেটারি রাকিব হাসান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন বলেন, এক মাস, দুই মাস নয় দীর্ঘ ৬টি মাস চলে যাওয়ার পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুনিদের বিচার কার্যকরের জন্য দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে আমাদের ভাই-বোনদের ওপর গুলি চালিয়েছে, তাদের বিচারের জন্য যতদিন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে না ততদিন ছাত্রশিবিরের একজনও জনশক্তি রাজপথ থেকে ঘরে ফিরবে না। যে জন্য আমাদের ভাইয়েরা শহিদ হয়েছেন, সেই মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এটিএম আজহার উদ্দিন কে অবৈধ সরকারের পাতানো আদালত বিচারের নামে প্রহসনের মাধ্যমে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কারাগারে আটকে রেখেছে। অতি দ্রুত সময়ের মধ্যে এটিএম আযহার উদ্দিন কে মুক্তির ব্যবস্থা করতে হবে।
অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি নিশ্চিত করতে হবে। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা খুনি হাসিনার প্রেতাত্মাদের ও কার্যকর বিচারের আওতা নিয়ে আসতে হবে। শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধসহ নৈতিকতা সমৃদ্ধ শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে। শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, শান্তির শহর হিসেবে খ্যাত খুলনা নগরীতে অস্থিরতা বিরাজ করছে। গত শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র খুন হয়েছে। প্রতিদিন কোন না কোন নৈরাজ্যের খবর পাওয়া যাচ্ছে। অতি দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে খুলনায় শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আজকের সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের সাবেক সভাপতি মুশারফ আনসারী, মহানগর সাবেক সভাপতি আব্দুল আওয়াল, খুলনা মহানগর সাবেক সভাপতি জাহিদুর রহমান নাঈম, সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম, সাতক্ষীরা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খুলনা জেলা উত্তর সভাপতি ইউসুফ ফকির, বাগেরহাট জেলা সভাপতি মোর্শেদ আলম সহ ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।