ঢাকা | বঙ্গাব্দ

আজও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরুদ্ধ করেছে শ্রমিকরা

গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ডিইপিজেডের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।
  • আপলোড তারিখঃ 27-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 76393 জন
আজও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরুদ্ধ করেছে শ্রমিকরা - ছবি: খবর দিনরাত
ad728

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিইপিজেড এলাকার বন্ধ হয়ে যাওয়া দুইটি কারখানার শ্রমিকরা। বুধবার (২৭ নভেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।


তবে সব রকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।  এর আগে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ডিইপিজেডের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। 


এব্যাপারে বিক্ষুব্ধ শ্রমিকরা জানাযন, চার বছর আগে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) এর লেনী ফ্যাশন লি: এবং লেনী এ্যাপারেলস লিমিটেড কারখানা করোনার দোহাই দিয়ে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ পক্ষ। পরে শ্রমিকদের বেতন ও পাওনা বুঝিয়ে না দিয়েই কারখানা লে-আউট ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে আন্দোলনের মুখে বার বার শ্রমিকদের পাওনাধি পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু বিগত চার বছর পার হলেও তা পরিশোধ করা হয়নি। সর্বশেষ চলতি মাসের (নভেম্বর) ৩০ তারিখ শ্রমিকদের সকল পাওনাধি পরিশোধের দিন ধার্য করে বেপজা কর্তৃপক্ষ।  কিন্তু এ সংক্রান্ত কোন চিঠি কিংবা নোটিশ আকারে এখনো দেয়া হয়নি। তাই বাধ্য হয়েই বকেয়া বেতন, আর্ন্ড লিভ সার্ভিস বেনিফিট পরিশোধের দাবী জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। ‌ 


এদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়ক বন্ধ থাকায় এ মহাসড়কটি দিয়ে চলাচলরতরা পড়েছেন বিড়ম্বনায়। মহাসড়কের উভয় পাশে কোন যানবাহন চলাচল করতে পারছে না। 


এদিকে, গতকাল (মঙ্গলবার) দুপুর ২টার দিকে বেপজার নির্বাহী পরিচালক প্রধান ফটকের সামনে এসে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি সকল পাওনাধি আগামী দুই মাসের মধ্যে কারখানা বিক্রি করে পরিশোধ করবেন বলে আশ্বাস দেন। কিন্তু শ্রমিকরা তার কথা প্রত্যাক্ষাণ করে মহাসড়ক বন্ধ করে দিয়ে অবস্থান নেয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে। এছাড়া পুলিশ ও আনসারদের সাথে রাতে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল