ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় ফল ব্যবসায়ীদের শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে ব্যাবসায়ীদের মূল দাবি ছিল ফলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার।ফল কোন প্রকার বিলাসি পণ্য নয়। তাই আমরা ফলের ওপর এই বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার চাই।
  • আপলোড তারিখঃ 30-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 125994 জন
আশুলিয়ায় ফল ব্যবসায়ীদের শুল্ক প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন - ছবি: খবর দিনরাত
ad728

ইমদাদুল হক: ঢাকার সাভারস্থ  আশুলিয়ার বাইপাইলে  ফলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  করেছেন বাইপাইল আড়ৎ মালিক কল্যাণ সমিতি।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে প্রায় চার শত ফল ব্যবসায়ী অংশ গ্রহণ করে।


মানববন্ধনে ব্যাবসায়ীদের মূল দাবি ছিল  ফলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার।ফল কোন প্রকার বিলাসি পণ্য নয়। তাই আমরা ফলের ওপর এই বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার চাই।


এ ব্যাপারে বাইপাইল আড়ৎ মালিক কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব আলী বলেন, নতুন করে ফলের ওপর শুল্ক বর্ধিত করায় সাধারণ মানুষ ফল কিনতে পারছে না। তাতে করে  আমাদের ফল বিক্রিও ব্যপক  কমে গেছে। আমাদের ব্যবসা প্রায় পথে বসার দিকে। যদি ফলের ওপর শুল্ক প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা আর ফল ক্রয়-বিক্রয় করবো না।এর পরেও যদি শুল্ক প্রত্যাহার করা না হয়।আমরা  কেন্দ্রীয় কমিটির নির্দেশে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো।



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল