ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচিত হয়েই মুসলিম ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছেন ট্রাম্প?

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই মহাদেশে ছড়িয়ে পড়া যুদ্ধ বন্ধ করবেন বলে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে তার মন্ত্রিসভায় সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যার নাম শোনা যাচ্ছে, তিনি কট্টর ইসরায়েলপন্থি হিসেবেই পরিচিত।
  • আপলোড তারিখঃ 12-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18022 জন
নির্বাচিত হয়েই মুসলিম ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছেন ট্রাম্প? - ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ad728

ডেস্ক রিপোর্ট: যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে মুসলিম ভোট টেনেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ে ফিরেছেন হোয়াইট হাউজের মসনদেও। তবে ক্ষমতায় বসার আগেই মুসলিমদের সঙ্গে ট্রাম্প বেইমানি করতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়েছে। আসছে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর নাম প্রকাশ পেতেই এই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।


বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই মহাদেশে ছড়িয়ে পড়া যুদ্ধ বন্ধ করবেন বলে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে তার মন্ত্রিসভায় সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যার নাম শোনা যাচ্ছে, তিনি কট্টর ইসরায়েলপন্থি হিসেবেই পরিচিত।


দ্য নিউইয়র্ক টাইমসের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন ট্রাম্প। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নাম শোনা যাচ্ছে মাইকেল ওয়াল্টজের। সেক্ষেত্রে ইসরায়েলমুখী নীতি নিয়েই এগোবেন ট্রাম্প।


যদিও ট্রাম্প এখন পর্যন্ত রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত করেননি। তবে ওয়াল্টজের নিয়োগের বিষয় অনেকটাই পাকাপোক্ত। এই দুজনই চীনকে মার্কিন অর্থনীতি ও সামরিক শক্তির জন্য হুমকি এবং চ্যালেঞ্জ মনে করেন। আবার আমেরিকা ফার্স্ট নীতির জন্য তারা দুজন পারফেক্ট চয়েজ।


এরইমধ্যে কংগ্রেসওম্যান এলিস স্টেফেনিককে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। স্টেফেনিক কট্টর ইসরায়েলপন্থি হিসেবেই পরিচিত। এখন পর্যন্ত ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের যে তালিকা প্রকাশ্যে আসছে, তা মনে হচ্ছে, ইসরায়েলকে খুশি করতেই তৈরি করা হয়েছে।