ঢাকা | বঙ্গাব্দ

'কালার ব্লাইন্ড' : অণুগল্প

আজ জীবনের ক্যানভাসে আকা ছবিটায়ও কোনো রঙ নেই! ছবি জুড়ে শূণ্যতা! শূণ্যতা যেন হঠাৎ সারা পৃথিবীতে!!
  • আপলোড তারিখঃ 22-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 60371 জন
'কালার ব্লাইন্ড' : অণুগল্প - প্রচ্ছদ: শেষ তৈলচিত্র
ad728

গতরাতে একটা ছবি আঁকা শুরু করেছিলাম।

নির্দিষ্ট কিছু নয়। কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিলাম। তাই আমার কাজের ক্ষেত্রটাকে বেছে নিলাম সময় কাটানোর জন্য। রঙ আর তুলির সমন্বয়ে আমার হৃদয়ে অনেক আগে থেকে প্রচ্ছন্ন একটি মুখচ্ছবিকে ফুটিয়ে তুলতে চাইলাম। একটু একটু করে অগ্রসর  হলাম। জীবনের সকল মেধা-দক্ষতা ব্যবহার করে, সেই হাসিমুখটিকে তুলে আনতে চাইলাম। কিন্তু রাতে কিছুই হলো না।

নিজেকে এক বর্ণান্ধ শিল্পী বলে মনে হল আমার! একজন 'কালার ব্লাইন্ড'। যা কিছুই আঁকি- যে রংগে আঁকি- কিছুই দেখি না।

গত পনের বছরে আঁকার তাড়ণা তুলির পর তুলি আঁকিয়ে নিয়েছে আমাকে দিয়ে।

আজ মনে হচ্ছে আমি বুঝি নিজেই দেখি না কি আঁকি?

আজ জীবনের ক্যানভাসে আঁকা ছবিটায়ও কোনো রঙ নেই!ছবি জুড়ে শূণ্যতা! শূণ্যতা যেন হঠাৎ সারা পৃথিবীতে!!


গল্পকার: আল মামুন খান



সর্বশেষ সংবাদ
notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল