ঢাকা | বঙ্গাব্দ

জাবিতে সকল ধরনের ব্যাটারিচালিত যান নিষিদ্ধ ঘোষণা

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
  • আপলোড তারিখঃ 20-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5570 জন
জাবিতে সকল ধরনের ব্যাটারিচালিত যান নিষিদ্ধ ঘোষণা - ছবি: সংগৃহীত
ad728

জাবি প্রতিনিধি: শিক্ষার্থী নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত সকল ধরনের যানবাহন, লাইসেন্সবিহীন গাড়ি এবং মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


বুধবার (২০ নভেম্বর)  সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কলা ও মানবিকী অনুষদ ভবন সংলগ্ন এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটি, মোটরসাইকেল এবং লাইসেন্সবিহীন অন্য যেকোনো যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলো।




সর্বশেষ সংবাদ