ঢাকা | বঙ্গাব্দ

‘ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিষ্পত্তিতে কাজ করছে সরকার’

পাহাড়ের সকলের অধিকার রক্ষা ও তাদের দাবি পূরণে কমিটি গঠন করা হয়েছে। গণতন্ত্রের মতো পরিবেশ রক্ষায়ও সবার সহযোগিতা প্রয়োজন।
  • আপলোড তারিখঃ 08-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 84138 জন
‘ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিষ্পত্তিতে কাজ করছে সরকার’ - ছবি: সংগ্রহ
ad728

ডেস্ক রিপোর্ট: ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা নিষ্পত্তি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (৮ নভেম্বর) গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসবে যোগ দিয়ে এ কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।


রিজওয়ানা হাসান বলেন, পাহাড়ের সকলের অধিকার রক্ষা ও তাদের দাবি পূরণে কমিটি গঠন করা হয়েছে। গণতন্ত্রের মতো পরিবেশ রক্ষায়ও সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় ব্যক্তিপর্যায়ে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য ব্যবহার না করতে সবাইকে আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, মধুপুর শালবন আমাদের জাতীয় ঐতিহ্য। এই বনকে রক্ষা করা গেলে সারাদেশের মানুষ উপকৃত হবে। এই বনকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে। এ সময় বন বেঁচে না থাকলে ঐতিহ্য টিকে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল