ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

শ্রমিকরা তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন। দাবিগুলো হলো- বকেয়া পাঁচ মাসের বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের বেতন বৃদ্ধি। এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।
  • আপলোড তারিখঃ 17-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 51083 জন
রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ - ছবি: সংগৃহীত
ad728

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ। কারওয়ান বাজারে এফডিসি লেভেল ক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী কিছু শ্রমিক। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এফডিসি ক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।


জানা গেছে, শ্রমিকরা  তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন। দাবিগুলো হলো- বকেয়া পাঁচ মাসের বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের বেতন বৃদ্ধি। এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।


ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন অবরোধের কারনে এরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। লাইন ক্লিয়ার হওয়ার পর যত দ্রুত সম্ভব যোগাযোগ স্বাভাবিক করা হবে।


জানা গেছে, শ্রমিকা তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন। দাবিগুলো হলো- বকেয়া পাঁচ মাসের বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের বেতন বৃদ্ধি। এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।


ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন অবরোধের কারনে এরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। লাইন ক্লিয়ার হওয়ার পর যত দ্রুত সম্ভব যোগাযোগ স্বাভাবিক করা হবে।



সর্বশেষ সংবাদ