ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় ক্লাব দখল করায় গণঅধিকার পরিষদের রাশেদকে অব্যাহতি

গত সোমবার খুলনা মহানগরের শান্তিধাম মোড়ে অবস্থিত দোতলা ভবনের তালা ভেঙে পঞ্চবীথির ক্লাবের সাইনবোর্ড ফেলে দিয়ে সেখানে গণঅধিকার পরিষদের ব্যানার টানান নেতা, কর্মীরা। ক্লাব দখলের নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাশেদ। তিনি এস কে রাশেদ নামে পরিচিত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়।
  • আপলোড তারিখঃ 28-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 108686 জন
খুলনায় ক্লাব দখল করায় গণঅধিকার পরিষদের রাশেদকে অব্যাহতি - ছবি: সংগৃহীত
ad728

এমডি আল মাসুম খান: খুলনা মহনগরের শান্তিধাম মোড়ে অবস্থিত পঞ্চবীথি ক্রীড়া চক্রের কার্যালয় ভবনটি দখলের অভিযোগে গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এস কে রাশেদকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


গত সোমবার খুলনা মহানগরের শান্তিধাম মোড়ে অবস্থিত দোতলা ভবনের তালা ভেঙে পঞ্চবীথির ক্লাবের সাইনবোর্ড ফেলে দিয়ে সেখানে গণঅধিকার পরিষদের ব্যানার টানান নেতা, কর্মীরা। ক্লাব দখলের নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাশেদ। তিনি এস কে রাশেদ নামে পরিচিত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। 


গতকাল রাতেই ওই নেতাকে অব্যাহতি দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়। গণপরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জ্বালানি বিষয়ক সহ সম্পাদক এস কে রাশেদকে দলীয় গঠনতন্ত্র বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি প্রদান করা হয়েছে। 


উল্লেখ্য নগরীর শান্তিধাম মোড়ের একটি দোতলা ভবনে প্রায় ১৪ বছর ধরে পঞ্চবীথি ক্রীড়া চক্রের কার্যালয়। ক্লাবটির সাধারণ সম্পাদক গণমাধ্যমকে জানান, এই ভবনটি গণপূর্ত বিভাগের কাছ থেকে বরাদ্দ নিয়ে  ক্লাবের কার্যালয় হিসাবে পরিচালনা করছেন। ভবনের নিচতলার একটি ও দোতলার চারটি কক্ষে পঞ্চবীথির কার্যক্রম চলে। অন্যান্য কক্ষে একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। সোমবার গণঅধিকার পরিষদের লোকজন ক্লাব ভবন দখল করে। 


গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাশেদ সোমবার রাতে গণমাধ্যমের কাছে দাবি করেন, পঞ্চবীথি ক্লাবে জুয়াসহ বিভিন্ন অপকর্ম চলতো। আমাদের দলীয় ছেলেরা সেগুলো বন্ধ করে ব্যানার লাগিয়ে দিয়েছে। ভবনটি গণঅধিকার পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য খুলনা জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করা হয়েছে। অনুমোদন প্রক্রিয়া ৭০ শতাংশ এগিয়েছে। শিগগিরই আমরা অনুমতি পেয়ে যাবো। তখন আমরা ভবন ব্যবহার করবো।



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল