ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত গরু ও ট্রাক উদ্ধার

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুন্ঠিত গরু ও ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
  • আপলোড তারিখঃ 30-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80676 জন
আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত গরু ও ট্রাক উদ্ধার - আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য
ad728

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়কে ২১ টি গরুসহ ট্রাক ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এসময় লুন্ঠিত ২১টি গরু ও ট্রাক উদ্ধার করেছে পুলিশ। 


বুধবার (৩০ অক্টোবর)  দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এরআগে মঙ্গলবার জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলা সহ আশুলিয়া থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। 


গ্রেপ্তারকৃতরা হলেন-সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বেলুটিয়া পশ্চিম পাড়া মহল্লার করিম মোল্লা আওয়াল বেপারীর ছেলে  তোফাজ্জল হোসেন ভাঙ্গারী বাবু (২৮), একই গ্রামের আফজাল শেখের ছেলে  মোঃ কোরবান আলী (২৫), একই থানার দেওয়ান টাইটা গ্রামের কাদের শেখের ছেলে মোঃ আল আমিন শেখ (৩০), একই থানার তারুটিয়া মহল্লার আমজাদ মোল্লার ছেলে মোঃ শহিদুল (৩৬), সাভারের আশুলিয়ার ইদ্রিস আলীর ছেলে সজিব (২১) ও একই এলাকার টিটু মিয়ার ছেলে মোঃ শিবলু আহম্মেদ (২০)। 


পুলিশ জানায়, ২৭ অক্টোবর  রাজশাহী সিটিহাট হতে একটি ট্রাকে করে ২১টি গরু নিয়ে গরুর রাখালসহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় ভুক্তভোগীরা । পরে ২৮ অক্টোবর রাতে  নবীনগর- চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বলিভদ্র  ফিনিক্স স্পীনিং মিলস এর সামনে পৌঁছলে অপর একটি মিনি ট্রাক দিয়ে গরু ভর্তি ট্রাকের গতিরোধ করে। এসময় গরুর ট্রাকে থাকা চালক, রাখাল ও হেলপারকে ডাকাতরা হাতমুখ বেঁধে ট্রাকসহ গরু ডাকাতি করে পালিয়ে যায়। পরে গরুর মালিক  আশুলিয়া থানা একটি মামলা দায়ের করেন।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক  বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুন্ঠিত গরু ও ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল