ঢাকা | বঙ্গাব্দ

আদালতের নির্দেশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৪জনের মরদেহ উত্তোলন 

নিহতদের শতভাগ পরিচয় শনাক্তের জন্য এবং মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহগুলো উত্তোলন করা হয়।
  • আপলোড তারিখঃ 01-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 78984 জন
আদালতের নির্দেশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৪জনের মরদেহ উত্তোলন  - ছবি: সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় নিহত ৪জনের মরদেহ উত্তোলন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেজে দুপুর পর্যন্ত আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পুলিশ ও নিহতদের স্বজনদের উপস্থিতে  ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকার করবস্থান থেকে মরদেহগুলো  উত্তোলন করা হয়।


উল্লেখ্য, নিহতদের শতভাগ পরিচয় শনাক্তের জন্য  এবং মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহগুলো উত্তোলন করা হয়।


পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকার একটি কবরস্থান থেকে জাহিদুল ইসলাম সাগর নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ১ টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম নামে আরেকজনের মরদেহ উত্তোলন করা হয়।


পুলিশ আরও জানায়, পরে দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার আমবাগান কবরস্থানে দাফনকৃত আবুল হোসেনসহ অজ্ঞাত আরেকজনের মরদেহ উত্তোলন করা হয়।


গণমাধ্যমকে আশুলিয়া থানার ওসি নুরে আলম সিদ্দিক জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়াতে গুলিতে যারা নিহত হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। এদের মধ্যে অনেকের আত্মীয়স্বজন থানায় ও আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হয়েছে।


মরদেহগুলো উত্তোলন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।




সর্বশেষ সংবাদ