ঢাকা | বঙ্গাব্দ

জাবিতে টাকার বিনিময়ে রিকশার লাইসেন্স বিক্রি করতেন আব্দুর রহমান বাবুল

সাময়িক বরখাস্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।
  • আপলোড তারিখঃ 20-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 78486 জন
জাবিতে টাকার বিনিময়ে রিকশার লাইসেন্স বিক্রি করতেন আব্দুর রহমান বাবুল - ছবি: সংগৃহীত
ad728

জাবি প্রতিনিধি: জাবি শিক্ষার্থী আফসানা রাচি নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে কথিত রিক্সার লাইসেন্স বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুলসহ ৪ জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


বুধবার (২০ নভেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।


উল্লেখ্য, বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারিচালিত রিক্সার লাইসেন্স বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে সাময়িক বহিষ্কৃত ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুলের বিরুদ্ধে।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুল অভিযোগ অস্বীকার করে বলেন, "এটা একেবারেই মিথ্যা একটি অভিযোগ। একজন প্রান্তিক রিক্সাচালকের কাছ থেকে আমার টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কোনো রিক্সাচালক যদি এটার প্রমাণ দিতে পারে তাহলে আমি চাকরি ছেড়ে দিব।" তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি


এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম রাশিদুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।