এমডি আল মাসুম খান: খুলনা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ঘাটে অবস্থিত মামুর মাজারের সামনে ভৈরব নদীর তীর থেকে এক ব্যক্তির কাটা ডান পা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বস্তা বন্দি অবস্থায় পা'টি ফেলে দুজন ব্যক্তি দ্রুত এলাকা ত্যাগ করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নয়ন ও বাবুর বরাত দিয়ে গোয়েন্দা সংস্থার এক সদস্য গণমাধ্যমকে জানান, উক্ত স্থানে অজ্ঞাতনামা দুই ব্যক্তি নৌ পুলিশ ফাঁড়ির সামনে থেকে রিকশায় করে ৬ নং ঘাটে যায়। গিয়ে সাদা প্লাস্টিকের বস্তাটি মুখ বন্ধ অবস্থায় ফেলে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা। বস্তাটি ফেলার সময় প্রত্যক্ষদর্শীরা ওই দুই ব্যক্তিকে উদ্দেশ করে চিল্লাপাল্লা করতে থাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে বস্তাটি খুলে একটি মানুষের কাটা পা দেখতে পেয়ে সদর থানা পুলিশে খবর দেন। অজ্ঞাত কোনো এক ব্যক্তির ডান পা হাঁটুর নিচ থেকে কাটা অবস্থায় পাওয়ার পর খুলনা সদর থানা ও নৌ থানা পুলিশ এই পা উদ্ধার নিয়ে তদন্ত শুরু করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যমকে জানিয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা যায়, কোনো দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছে তবে এই বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও সিসি ক্যামেরা ফুটেজ দেখে বিস্তারিত জানানো হবে।