ঢাকা | বঙ্গাব্দ

১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

গণমাধ্যমকে জেল সুপার আল মামুন বলেন, আবদুস সালামের বিরুদ্ধে নতুন কোনো মামলায় ওয়ারেন্ট নেই। তাঁর জামিনের কাগজ পাওয়ার পর আজ (মঙ্গলবার) বেলা ১১টায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
  • আপলোড তারিখঃ 25-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 114000 জন
১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু - ছবি: খবর দিনরাত
ad728

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম (পিন্টু)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আল মামুন।


গণমাধ্যমকে জেল সুপার আল মামুন বলেন, আবদুস সালামের বিরুদ্ধে নতুন কোনো মামলায় ওয়ারেন্ট নেই। তাঁর জামিনের কাগজ পাওয়ার পর আজ (মঙ্গলবার) বেলা ১১টায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।


এর আগে, মঙ্গলবার সকালে আবদুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট–২ এ পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাঁকে মুক্তি দেওয়া হয়।  কারাগারের প্রধান ফটক থেকে তাঁর স্বজনেরা তাঁকে নিয়ে যান।


কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। পরে সেখান থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। 


এসময় আব্দুস সালাম পিন্টু'র সাথে জাবি ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও গোপালপুর উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য মারুফ তালুকদার রাহিম, টাংগাইল জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য তারিকুল ইসলাম খান তারেকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পায় পিন্টুসহ অন্যরা।



সর্বশেষ সংবাদ