ঢাকা | বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্তে পর পর তিন মাইন বিস্ফোরণ, আহত ৩

স্থানীয়রা জানান, বিস্ফোরণে আহত আলী হোসেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি বা মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
  • আপলোড তারিখঃ 24-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 92605 জন
মিয়ানমার সীমান্তে পর পর তিন মাইন বিস্ফোরণ, আহত ৩ - ছবি: সংগৃহীত
ad728

ডেস্ক রিপোর্ট: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার মিয়ানমার সীমান্তে পৃথক তিনটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী, লেম্বুছড়ি ও জামগছড়ি এলাকায় এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন- আলী হোসেন (৩৫), মো. রাসেল (৩০) ও আরিফ উল্লাহ (৩০)।


স্থানীয়রা জানান, বিস্ফোরণে আহত আলী হোসেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি বা মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।


অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের ৪৯ নম্বর পিলারে মাঝামাঝি স্থানে একটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তবর্তী আশারতলি এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মজিবর রহমানে ছেলে মো. রাসেল আহত হন। আহত রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


প্রায় একই সময়ে সীমান্তের জামগছড়ি এলাকায় অপর স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে আরিফ উল্লাহ আহত হয়েছেন। আরিফ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


তথ্য: কালবেলা