ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের প্রেসিডেন্টের কা‌ছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদ জানায়, ইসলামাবাদে প্রেসিডেন্ট বাসভবন ‘আইওয়ান-ই-সদর’ এ ঐতিহ্যবাহী মর্যাদাপূর্ণ কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। হাইকমিশনার রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের চিফ অব প্রটোকল তাকে অভ্যর্থনা জানান।
  • আপলোড তারিখঃ 25-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 109231 জন
পাকিস্তানের প্রেসিডেন্টের কা‌ছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ - ছবি: সংগৃহীত
ad728

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান পরিচয়পত্র পেশ করেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইসলামাবাদে প্রেসিডেন্ট কাছে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন।


বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদ জানায়, ইসলামাবাদে প্রেসিডেন্ট বাসভবন ‘আইওয়ান-ই-সদর’ এ ঐতিহ্যবাহী মর্যাদাপূর্ণ কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। হাইকমিশনার রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের চিফ অব প্রটোকল তাকে অভ্যর্থনা জানান।  প‌রে সুসজ্জিত দৃষ্টিনন্দন অশ্ববাহিনী পরিবেষ্টিত ঘোড়ার গাড়িতে করে তাকে অভিবাদন মঞ্চে নিয়ে আসেন। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে হাইকমিশনার গার্ড পরিদর্শন করেন।


পরিদর্শন শেষে হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব, চিফ অব প্রটোকল এবং হাইকমিশনারের সহধর্মিণীসহ উপহাইকমিশনার ও প্রেস কাউন্সিলর উপস্থিত ছিলেন।


প্রেসিডেন্ট হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। হাইকমিশনার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ বহুমুখী সম্পর্ক উন্নয়নে তার সদিচ্ছা ব্যক্ত করেন।


 



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল