নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়া থানাধীন ঘোড়াপীর মাজার সংলগ্ন গ্লোবাল এ্যটায়ার লিঃ ফ্যাক্টরি বন্ধ ঘোষনার জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘন্টা ঢাকা - আরিচা মহাসড়কে অবস্হান নিয়ে অবরোধ করে রাখে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিট থেকে সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের গণ বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এই অবরোধ কর্মসূচি পালন করে।
গতকাল রোববার (১৭ নভেম্বর) উক্ত কারখানার শ্রমিকদের কর্মবিরতির প্রেক্ষিতে গোলযোগের আশঙ্কায় আজ (সোমবার) সকাল ৮টা হতে আশুলিয়া থানাধীন ঘোড়াপীর মাজার সংলগ্ন গ্লোবাল এ্যটায়ার লিঃ ফ্যাক্টরিটি শ্রম আইন এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে সকাল ৮টা ৪৫ মিনিটের সময় উক্ত বন্ধ ফ্যাক্টরির আনুমানিক চার-পাঁচশত শ্রমিকরা শ্রমিক ছাটাই এর প্রতিবাদে ঢাকা - আরিচা মহাসড়কে অবস্থান নিলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এর ধারাবাহিকতায় সকাল ১০টা ৪০ মিনিটে শিল্প পুলিশ জলকামান নিক্ষেপ করে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, বিভিন্ন সময় শ্রমিকদের উশৃংখল আচরণের প্রেক্ষিতে গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখ সকল পাওনাদি পরিশোধ সাপেক্ষে উক্ত ফ্যাক্টরির ৩১ জন শ্রমিককে ছাটাই করা হয়।