ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ২

এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তৎক্ষণাৎ পুলিশ সাজ্জাত নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মাদ আহসান হাবিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
  • আপলোড তারিখঃ 20-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 73590 জন
খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ২ - ছবি: সংগৃহীত
ad728

এমডি আল মাসুম খান: খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মানিক হাওলাদার নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


নিহত মানিক খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি এবং নগরীর পুরোনো রেলওয়ে কলোনির নুর মোহাম্মদের ছেলে।  সোমবার (২০ জানুয়ারি) দুপুরে প্রকাশ্যে চিহ্নিত সন্ত্রাসীরা নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 


এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তৎক্ষণাৎ পুলিশ সাজ্জাত নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মাদ আহসান হাবিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় যুবদল নেতা মানিক বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ছুরি দিয়ে তাঁর বুকে, পিঠে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রোগীর অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তাঁর মৃত্যু হয়।



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল