মো: আল মামুন খান: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এর ঘটনা অবলম্বনে নির্মিত ‘রুম নম্বর ২০১১’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর প্রিমিয়ার সম্পন্ন হলো। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাবির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে আবরার ফাহাদ এর পরিবার উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল। আনুষ্ঠানিকভাবে আজ ছবিটি মুক্তির পাশাপাশি জাবিতে এর প্রথম প্রিমিয়ার হলো। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর সহ জাবির শিক্ষক-শিক্ষার্থী এবং নাট্যব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
'রুম নম্বর ২০১১’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান আহমেদ ও তার দল। সিনেমাটি পরিচালক জিসানের প্রথম ফিকশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় এসেছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। এর শ্যুটিং সম্পন্ন হয় জাবি ক্যাম্পাসে। এটির চিত্রনাট্য লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্বত্ত বিভাগের শিক্ষক আনন জামান।
অনুষ্ঠানের শুরুতে আবরার ফাহাদ এর প্রতি সম্মান প্রদর্শনার্থে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান সংক্ষিপ্ত বক্তব্যে আবরার ফাহাদকে জুলাই বিপ্লবের সফলতার অন্যতম অনুপ্রেরণাকারী এবং নতুন স্বাধীনতার প্রথম শহীদ হিসেবে অভিহিত করেন।
উপাচার্যের বক্তব্যের পর প্রিমিয়ার শো শুরু হয়। সমগ্র অডিটোরিয়াম ভর্তি দর্শক এক আলাদা ধ্যান-গম্ভীরতায় মর্মাহত চিত্তে সম্পূর্ণ সিনেমাটি দেখেন।
প্রিমিয়ার শেষে আবরার ফাহাদ এর বাবা বরকত উল্লাহ এবং ছোট ভাই আবরার ফাইয়াজ তাদের অনুভূতি ব্যক্ত করেন।ফাহাদের বক্তব্যের মূল স্পিরিট এখনো বাস্তবায়িত হয়নি উল্লেখ করে সেটা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
'রুম নম্বর ২০১১’ সরাসরি বায়োপিক নয় উল্লেখ করে জিসান আহমেদ জানান, আবরারের ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ ২০১৯ সালের ৭ অক্টোবর নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করে। আবরার হত্যাকাণ্ডটি সেসময় সারা দেশের মানুষকে নাড়া দিয়েছিল এবং মর্মাহত করেছিল।
আরও উল্লেখ্য, ‘রুম নম্বর ২০১১’ পরিচালক জিসানের প্রথম ফিকশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমার দৃশ্যের রিমেক করে আলোচনায় এসেছেন। এর মধ্যে আছে মনপুরা, থ্রি ইডিয়টসহ বেশ কিছু সিনেমা।