ঢাকা | বঙ্গাব্দ

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

এর আগেও জাবি ক্যাম্পাসে এসব ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণহীন দ্রুতগতির কারণে ছোটখাট দুর্ঘটনা ঘটলেও এরকম মর্মান্তিক মৃত্যু দেখেনি জাবি পরিবার। শিক্ষার্থীরা আগেও ক্যাম্পাসে এসব ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। কিন্তু সেবিষয়ে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
  • আপলোড তারিখঃ 19-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 54975 জন
ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রাণ গেল জাবি শিক্ষার্থীর - ছবি: সংগৃহীত
ad728

জাবি প্রতিনিধি: জাবি ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক জাবি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী হলেন জাবি'র মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের আফসানা রাচি। 


প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে রাচি নতুন কলা ভবনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানের কর্তব্যরত ডাক্তাররা দেখেন দুর্ঘটনায় ওই শিক্ষার্থীর গুরুতর হেড ইনজুরিসহ  চোয়াল ভেঙে গেছে। এসময় মূলত সে গ্যাসপিং স্টেজে ছিল। পরে তাকে অক্সিজেন এবং স্যালাইন সাপ্লাই দিয়ে অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।


অনাকাঙ্ক্ষিত এই দূর্ঘটনাটির বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, আমরা তার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে নিশ্চিত হয়েছি এবং মেডিকেল রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাতে পারবো।


এবিষয়ে জাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী যে একমাস আগে এই বিশ্ববিদ্যালয়ে  অনেক স্বপ্ন নিয়ে এসেছে, তার এই স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে কথা হয়েছে। হাসপাতালে আমার সহকর্মী প্রো-ভিসি প্রশাসন গেছেন। একইসাথে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে কাজ করব।


উল্লেখ্য, এর আগেও জাবি ক্যাম্পাসে এসব ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণহীন দ্রুতগতির কারণে ছোটখাট দুর্ঘটনা ঘটলেও এরকম মর্মান্তিক মৃত্যু দেখেনি জাবি পরিবার। শিক্ষার্থীরা আগেও ক্যাম্পাসে এসব ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল।  কিন্তু সেবিষয়ে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই এগুলোর পরিবর্তে জাবি ক্যাম্পাসে শুধুমাত্র পায়ে চালানো রিকশা চলাচলের অনুমোদন দেওয়ার আহবান সাধারণ শিক্ষার্থীদের।



সর্বশেষ সংবাদ