ঢাকা | বঙ্গাব্দ

অসুস্থ মেয়েকে হলে দেখতে আসায় মাকে হেনস্তার অভিযোগ

মেয়েদের অন্য হল গুলোতে অভিভাবকদের নিয়ে এমন কোন নিয়ম না থাকলেও, শুধুমাত্র তারামন বিবি হলে এই নিয়ম থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ঐ শিক্ষার্থী।
  • আপলোড তারিখঃ 16-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4713 জন
অসুস্থ মেয়েকে হলে দেখতে আসায় মাকে হেনস্তার অভিযোগ - ছবি: সংগৃহীত
ad728

ডেস্ক রিপোর্ট:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলে অসুস্থ মেয়েকে দেখতে আসায় মাকে হেনস্তার অভিযোগ উঠেছে ওই হল প্রশাসনের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী প্রাণীবিদ্যা বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী এবং তারামন বিবি হলে থাকেন।


ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ছাত্রী বিগত কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। এমন অবস্থায় তাকে দেখতে তার মা রাজশাহী থেকে ক্যাম্পাসে আসেন। তবে ওই হল উদ্বোধনের সময় সৃষ্ট বিশৃঙ্খলার কারণে হলে ৩ মাসের জন্য অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই কারণ দেখিয়ে ওই ছাত্রীর মাকে হলে প্রবেশের সময় বাধা দেন হল প্রশাসন এবং তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এক পর্যায়ে তার মায়ের সাথে খারাপ আচরণ করা হয়। এ সময় ওই ছাত্রী সুপারিশের জন্য হল সুপারের সাথে তার বিভাগের এক শিক্ষককে কথা বলিয়ে দিতে চাইলে হল সুপার  উত্তেজিত হয়ে যান এবং অসদাচরণ করেন বলে অভিযোগ তার।


তবে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, " অনেক শিক্ষার্থীর অভিভাবকই হলে প্রবেশ করেন, কিন্তু প্রশাসন তাদের শনাক্ত কর‍তে ব্যার্থ হন। আর আমি আমার কোন পুরুষ অভিভাবক আনিনি। আমি অসুস্থ ছিলাম দেখে আমার মা এসেছেন। তাকে কেন এভাবে অনেক শিক্ষার্থীর সামনে অপমান করা হলো?" 


তিনি আরো বলেন, তার মা রাজশাহী থেকে সন্ধ্যা ৬ টায় ক্যাম্পাসে আসেন এবং হল কর্তৃপক্ষ তাকে পরের দিন (শনিবার) সকালের মধ্যে চলে যেতে বলেন। মেয়েদের অন্য হল গুলোতে অভিভাবকদের নিয়ে এমন কোন নিয়ম না থাকলেও, শুধুমাত্র তারামন বিবি হলে এই  নিয়ম থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ঐ শিক্ষার্থী।


এ বিষয়ে জানতে বীর প্রতীক তারামন বিবি হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবেদা সুলতানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে কয়েকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।