সময় যখন রক্ত ঝরায়
জোর করে চোখ বন্ধ করে ছি-
ঘুমিয়ে আছি কেমন আমি এখন,
এ্যাম্বুলেন্সে ঘুরছে নগর কোটাল
উদাসীনতায় বিমুখ উর্দি রঙ।
একলা যোনী বেহুঁশ পথের পাশে
কর্ষণেতে হর্ষিত সব দানব,
নুন আনতে পান্তা ফুরনো লাশ
বৃষ্টি কোথায়? আকাশ ঝরায় রক্ত।
লম্বা কালো সাপের পিঠে পথ
বিষ ঢালা পথ পিছল এখন খুব,
ফুল তো শুধু ভালবাসার নয়
ফুল রা ভীষণ মিথ্যে কথাও বলে।
দিকদারী মন বিলুপ্তপ্রায় প্রাণী
সংবিধানও ঠিকেয় নীলাম হয়,
ছায়া-ছায়া মুখ মা মা বলে কাঁদে
ধর্ষিতা মার শব খেয়েছে কাকে।