ঢাকা | বঙ্গাব্দ

বার্সার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় সাফজয়ীরা

সাফজয়ী দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার এশিয়ার বাইরের শক্তিশালী দলের সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান, নারী দলের জন্য একটি অনুপ্রেরণামূলক ম্যাচ আয়োজনের লক্ষ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনার বিপক্ষে খেলতে চান তারা।
  • আপলোড তারিখঃ 02-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30762 জন
বার্সার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় সাফজয়ীরা - ছবি: সংগ্রহ
ad728

ডেস্ক রিপোর্ট: টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে দেশে ফিরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (২ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের আকাঙ্ক্ষা ও চাহিদার কথা জানান এই ফুটবলাররা। এ সময় তারা ড. মুহাম্মদ ইউনুসকে নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনার সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজনের অনুরোধ করেন।


সাফজয়ী দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার এশিয়ার বাইরের শক্তিশালী দলের সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান, নারী দলের জন্য একটি অনুপ্রেরণামূলক ম্যাচ আয়োজনের লক্ষ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনার বিপক্ষে খেলতে চান তারা। বার্সেলোনার সঙ্গে ড. ইউনূসের পুরোনো সুসম্পর্কের কথা উল্লেখ করে কৃষ্ণা এই প্রস্তাব দেন। ড. ইউনূস এর আগে সামাজিক ব্যবসা সম্পর্কে বার্সেলোনার আমন্ত্রণে সেখানে সফর করেছেন এবং তার নামে বিশেষ একটি জার্সি উপহার পেয়েছিলেন। তাই এই প্রীতি ম্যাচ আয়োজনের ব্যাপারে ড. ইউনূস সহযোগিতা করতে পারেন বলে আশা প্রকাশ করেন তারা।


প্রধান উপদেষ্টা ড. ইউনূস নারী ফুটবলারদের নানা সংগ্রাম ও চাহিদা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের স্বপ্ন ও চাহিদাগুলো লিখিতভাবে তার দফতরে জমা দিতে বলেন। তিনি আশ্বাস দেন, ‘তোমাদের যা কিছু প্রয়োজন, নির্দ্বিধায় লিখে পাঠাও। আমরা সবকিছু অগ্রাধিকারভিত্তিতে পূরণের চেষ্টা করবো এবং যা সম্ভব, তা সঙ্গে সঙ্গে সমাধান করবো।’


এরপর নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন দলের অর্জিত সাফ ট্রফিটি ড. ইউনূসের সামনে উপস্থাপন করেন এবং তার নামসংবলিত একটি স্মারক জার্সি উপহার দেন।


এই সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশের নারী ফুটবল দলের স্বপ্নপূরণের আরেকটি ধাপ এগিয়ে গেল, যা তাদের সামনের পথচলায় অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন অনেকেই।


তথ্য: কালবেলা