ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিল সহ আটক ১

সোমবার (০৩ ফেব্রুয়ারী) বিষয়টি জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম।
  • আপলোড তারিখঃ 03-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 77804 জন
চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিল সহ আটক ১ - ছবি: খবর দিনরাত
ad728

হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রামে ফেনীর সদর থানাধীন ফতেহপুর এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা এবং ০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।


সোমবার (০৩ ফেব্রুয়ারী) বিষয়টি জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম। 


তিনি জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা জেলা হইতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ০৩.৪০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা একটি সন্দেহজনক একটি সেন্টমার্টিন পরিবহন নামীয় বাস গাড়ীকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে কৌশলে একজন ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা নুরুল আমিন (পিতা-নূর সালাম, সাং-সমিতিপাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তি বাসের সীটের নিচে পা রাখার স্থান হতে ০১টি ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রক্ষিত ১৬ কেজি গাঁজা এবং ০২ বোতল ফেন্সিডিল বের করে দেয়। 


জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক নুরুল আমিন দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা, ফেন্সিডিল) কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।


আটক নুরুল আমিনকে জব্দকৃত মাদকদ্রব্য সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



notebook

চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিল সহ আটক ১