ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বকেয়া বেতনের দাবিতে নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা ।
  • আপলোড তারিখঃ 03-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 66732 জন
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ - ছবি: সংগৃহীত
ad728

হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম:  চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি গার্মেন্টসের শ্রমিকরা। 


সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বকেয়া বেতনের দাবিতে নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা । 


নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামের একটি গার্মেন্টেসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আজ সোমবার সড়কে অবস্থান করেন এবং বিক্ষোভ করেন। একজন শ্রমিক বলেন তারা গত ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন দিবে দিবে করে মালিকপক্ষ গড়িমসি করছে। আজ ১২টার দিকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন দেওয়া হয়েছে মাত্র। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ। আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড গার্মেন্টস কর্মীদের সাথে আন্দোলনে ফ্রাংক এপারেলস লিমিটেড নামের আরেকটি গার্মেন্টের শ্রমিকরাও যোগ দেন। 


ম্রমিকদের বিক্ষোভ ও সড়কে অবস্থানের কারণে নগরীর টেকনিক্যাল মোড় থেকে বায়েজিদ বোস্তামি এলাকা পর্যন্ত বিশাল সড়ক যানজট সৃষ্টি হলে ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। 


শ্রমিকদের বকেয়া বেতনের ব্যাপারে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড এর কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে সিএমপির উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বকেয়া বেতনের বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।



notebook

চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিল সহ আটক ১