ঢাকা | বঙ্গাব্দ

নোয়াপাড়ায় ট্রেনের সাথে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

ট্রেন ট্রাক সংঘর্ষে ট্রেনের EMD ৬৬৩৭ এর ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির যাত্রীরা ও রেলের স্টাফরা নিরাপদে আছে।
  • আপলোড তারিখঃ 03-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 117657 জন
নোয়াপাড়ায় ট্রেনের সাথে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ - ছবি: খবর দিনরাত
ad728

এমডি আল মাসুম খান: খুলনা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নোয়াপাড়ায় রেল ক্রসিং এ ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই প্রতিবেদক খোঁজ নিয়ে জানতে পারে ঢাকাগামী আন্তঃনগর ৭২৫ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নোয়াপাড়া স্টেশন অতিক্রম করে সিঙ্গিয়ার কাছাকাছি রেল ক্রসিং এ ১০ চাকার একটি ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষ হয়। 


ট্রেন ট্রাক সংঘর্ষে ট্রেনের EMD ৬৬৩৭ এর ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির যাত্রীরা ও রেলের স্টাফরা নিরাপদে আছে। 


সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দ্রুতগতির কারণে সংঘর্ষে সার বোঝায় ১০ চাকার ট্রাকটির মাঝখান দিয়ে চিরে বের হয়ে চলে যায়। উল্লেখ্য আন্তঃনগর ট্রেনের সাথে সংঘর্ষে ১০ চাকার ট্রাকটি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে।



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল