ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা খুলনায়

রবিবার (২ ফেব্রুয়ারি ) ৭ সদস্যের প্রতিনিধি দলটি খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। মহানগর ও জেলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা শেষে দুপুরে তদন্ত দলটি খুলনা সার্কিট হাউজে ছাত্র সমন্বয়ক এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
  • আপলোড তারিখঃ 02-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 55827 জন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা খুলনায় - ছবি: সংগৃহীত
ad728

এমডি আল মাসুম খান: জুলাই - আগস্ট আন্দোলন দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্তে খুলনা মহানগরীতে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাদের যৌথ দল। 


আজ রবিবার (২ ফেব্রুয়ারি ) ৭ সদস্যের প্রতিনিধি দলটি খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। মহানগর ও জেলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা শেষে দুপুরে তদন্ত দলটি খুলনা সার্কিট হাউজে ছাত্র সমন্বয়ক এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। 


ঢাকা থেকে তদন্ত দলে খুলনায় এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক ফতেহ মোঃ ইফতেখারুল আলম এবং সহকারী প্রসিকিউটর (ডিএজি) গাজী মোনাওয়ার হুসাইন তামীম সহ ট্রাইবুনালের আরও পাঁচজন সদস্য।



notebook

চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিল সহ আটক ১