ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ কর্মী গ্রেফতার

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর অমত্রের ঘাট (নেভাল-২) এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 02-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 55993 জন
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ কর্মী গ্রেফতার - ছবি: খবর দিনরাত
ad728

হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম:  চট্টগ্রামে সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট থানার ওসি আব্দুর রহিম।


তিনি জানান,  শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর অমত্রের ঘাট (নেভাল-২) এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২) তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।


গ্রেফতারকৃতদের সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।