ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে: ডা. সালাউদ্দিন বাবু

ডা. সালাউদ্দিন বাবু এসময় আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের টাকা বিদেশে পাচার করেছে। তাদের নেতাদেরও শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।
  • আপলোড তারিখঃ 27-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 119957 জন
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে  বিচার করা হবে: ডা. সালাউদ্দিন বাবু - ছবি: খবর দিনরাত
ad728

মো: আল মামুন খান: পতিত স্বৈরাচারী সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে কঠোর বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। 


সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সাভারের ডেইরি ফার্মে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন রানার উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন।


ডা. সালাউদ্দিন বাবু এসময় আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের টাকা বিদেশে পাচার করেছে।  তাদের নেতাদেরও শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন- সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, পাথালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা প্রমুখসহ অন্যরা।


পরে ডা. সালাউদ্দিন বাবু ডেইরি ফার্ম স্কুল ও শহীদ শ্রাবণ গাজী লাইব্রেরি পরিদর্শন করেন।



notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল