ঢাকা | বঙ্গাব্দ

জাবিতে আবাসিক শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকিয়া ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেন। তার প্রেমিক সাব্বির মেয়েটির বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করার অনুরোধ জানান। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার পর তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
  • আপলোড তারিখঃ 15-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 95359 জন
জাবিতে আবাসিক শিক্ষার্থীর আত্মহত্যা - ছবি: খবর দিনরাত
ad728

আমানউল্লাহ খান, জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক আবাসিক হলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম তাকিয়া তাসনিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪) শিক্ষার্থী ছিলেন।


আজ রবিবার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলে এ ঘটনা ঘটে। হলের ৮ম তলার ৭০০৫ নম্বর কক্ষে ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ড. শরিফুল ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকিয়াকে মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকিয়া ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেন। তার প্রেমিক সাব্বির মেয়েটির বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করার অনুরোধ জানান। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার পর তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।


এ বিষয়ে তারামন বিবি হলের প্রাধ্যক্ষ ড. আবেদা সুলতানা বলেন, “আমি সকাল পাঁচটার দিকে এক আবাসিক শিক্ষার্থীর ফাঁসি নেওয়ার খবর পাই। তাৎক্ষণিকভাবে মেডিক্যাল সেন্টারের ইমারজেন্সিতে কল করলে দায়িত্বরত চিকিৎসক ডা. শরিফুল হলে আসেন। তিনি মুঠোফোনে আমাকে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। তখন নিহতের নানার সাথে কথা বলে আত্মহত্যাটি প্রেম-সম্পর্কিত বলে নিশ্চিত হই। তার পরিবার আমাদের জানিয়েছে তারা এখনো মামলা করতে রাজি নন। লাশটি আমরা গণস্বাস্থ্য হাসপাতালে পাঠিয়েছি।