ঢাকা | বঙ্গাব্দ

জাবিতে পোষ্য কোটা সংস্কারের দাবি

আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ বছরের পরীক্ষায় ইতোমধ্যে মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। তবে প্রজ্ঞাপন আকারে তা এখনো প্রকাশিত হয়নি।
  • আপলোড তারিখঃ 08-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 116398 জন
জাবিতে পোষ্য কোটা সংস্কারের দাবি - ছবি: খবর দিনরাত
ad728

আমানুল্লাহ খান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সংস্কারসহ চার দাবিতে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, পরীক্ষার আবেদন ফি কমানো, ভিসি কোটা বাতিল ও পোষ্য কোটা সংস্কারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আজ রবিবার (৮ই ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন ব্যানারে এ দাবি জানানো হয়। এ সময় দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।


আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ বছরের পরীক্ষায় ইতোমধ্যে মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। তবে প্রজ্ঞাপন আকারে তা এখনো প্রকাশিত হয়নি।


মানববন্ধনে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় ইতিহাস বিভাগ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) শাকিল আলী, সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহবায়ক আব্দুর রশিদ জিতু প্রমুখ বক্তব্য দেন।


মানববন্ধনে ইতিহাস ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) শাকিল আলী বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভিসি কোটা ও মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা প্রজ্ঞাপন দিয়ে বাতিল করতে হবে এবং পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ভিসি কোটা থাকতে পারে না। অতীতে যারা ভিসি কোটায় ভর্তি হয়েছিল তাদের অপকর্ম আমরা দেখেছি। যেখানে একজন সাধারণ শিক্ষার্থী ৬০ নম্বর পেয়েও চান্স পায়নি সেখানে ক্ষমতার ব্যবহার করে একটা ফোন বার্তার মাধ্যমে অকৃতকার্য হয়েও অনেকে ভর্তি হয়েছে। তিনি আরও বলেন, বিসিএসের মতো পরিক্ষায় আবেদন ফি ২০০ টাকা। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় আবেদন ফি ৭০০ টাকা  থেকে ১০০০ টাকা। যা কোনো ভাবেই কাম্য নয়। আসন্ন ভর্তি পরীক্ষায় ফি কমিয়ে একটা যৌক্তিক ফি নির্ধারণ করতে হবে। 


এ-সময় বৈষম্যমূলক কোটা বাতিল করা না হলে উপাচার্য ২৪ এর যে শহীদদের ম্যান্ডেট নিয়ে গদিতে বসেছে সেই গদিতে থাকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়ে সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ কোনো প্রকার ভিসি কোটার আইন নেই এবং দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর ছাড়া অন্যকোথাও অথর্ব ভিসি কোটা নাই। পোষ্য কোটায় মাত্র ২৬ নাম্বার পেয়ে পাশ না করেও ভর্তির সুযোগ পায়। এই পোষ্য কোটা যৌক্তিক সংস্কার করে ন্যুনতম পার্সেন্টেজ মার্ক রাখতে হবে। যাতে ফেল করে কেউ ভর্তির সুযোগ না পায়। 


এ-সময় গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই বৈষম্যমূলক কোটা বাতিল ও সংস্কারের কথা বললেও প্রশাসন শুধু মৌখিক আশ্বাস দেয়। আমরা চাই প্রজ্ঞাপন দিয়ে কোটার সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, খুবই লজ্জার সাথে বলতে হয় গণ-অভ্যুত্থানের পরবর্তীতে যেখানে মেধাভিত্তিক ব্যবস্থা  হওয়ার কথা সেখানে বৈষম্য দূর করতে এখনো আমাদের দাঁড়াতে হচ্ছে। মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মানে বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও তিনি হুশিয়ার দিয়েছেন।



সর্বশেষ সংবাদ
notebook

জাবিতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল