ঢাকা | বঙ্গাব্দ

নেতানিয়াহুর বাসভবন ঘেরাও, ৯ জন আটক

সকাল থেকেই নেসেটের সামনে জড়ো হতে শুরু করে হাজারও মানুষ। বিক্ষোভকারীরা আন্দোলন করতে করতে নেতানিয়াহুর বাসভবনের দিকে অগ্রসর হয়।
  • আপলোড তারিখঃ 29-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4471 জন
নেতানিয়াহুর বাসভবন ঘেরাও, ৯ জন আটক - নেতানিয়াহু’র বাসভবনের সামনে আটক আন্দোলনকারী
ad728

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে সরকারবিরোধী আন্দোলনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করার দায়ে ৯ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


সংস্থাটি জানিয়েছে, সকাল থেকেই নেসেটের সামনে জড়ো হতে শুরু করে হাজারও মানুষ। বিক্ষোভকারীরা আন্দোলন করতে করতে নেতানিয়াহুর বাসভবনের দিকে অগ্রসর হয়।

 তাদের দাবি, হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও নেতানিয়াহুর পদত্যাগ। তবে বিক্ষোভ মিছিলটিতে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসময় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে স্লোগান দিতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী জোরপূর্বক হটিয়ে দেয় বিক্ষোভকারীদের।


দুর্নীতি, মধ্যপ্রাচ্যে চালানো বর্বরতা, হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেয়াসহ আরও অনেক গাফিলতির অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে।